সম্পর্কিত

‘মাই কন্সটিটিউয়েন্সি’ বা ‘আমার সংসদীয় এলাকা’

টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো সঠিক ডাটা বা উপাত্ত । আমরা কোথায় এগিয়ে আছি বা কোথায় পিছিয়ে আছি তা পর্যবেক্ষণের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী উপাত্ত প্রয়োজন। এসডিজি বাস্তবায়নে, মাননীয় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত জোরালো আর সে ক্ষেত্রে তাঁদের জন্য প্রমাণ-ভিত্তিক উপাত্ত ছাড়া এসডিজি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব । ‘মাই কন্সটিটিউয়েন্সি’ বা ‘আমার সংসদীয় এলাকা’ এসডিজি অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্ভুল, বিশ্বাসযোগ্য এবং হালানাগদকৃত তথ্য-উপাত্ত। সংসদীয় আসনসমূহে, মাননীয় সংসদ সদস্যবৃন্দের প্রধান কাজগুলো সম্পাদনের জন্য প্রমাণ-ভিত্তিক উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ ।

আইনের সুষ্ঠু প্রয়োগ, বাজেটের সুষ্ঠু ব্যবহার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি এসডিজির কার্যকর বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্যগণের জন্য তথ্য-উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহণ খুবই জরুরী একটি বিষয়। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সংসদীয় আসনভিত্তিক সঠিক, নির্ভুল এবং হালনাগাদকৃত তথ্য নিশ্চিতকরণের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে ‘মাই কন্সটিটিউয়েন্সি’ বা ‘আমার সংসদীয় এলাকা’ ডাটা প্লাটফর্ম।

‘মাই কন্সটিটিউয়েন্সি’ বা ‘আমার সংসদীয় এলাকা’ ডাটা প্লাটফর্ম প্রস্তুত করা হয়েছে, মাননীয় সংসদ সদস্যবৃন্দের তাঁদের এলাকার উন্নয়ন কার্যক্রম সহজে পর্যবেক্ষণের জন্য । এছাড়াও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এটি কার্যকরী ভূমিকা রাখবে। এই প্লাটফর্ম, মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে এবং তাদের সংসদীয় আসনভিত্তিক অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা প্রনয়নে সহায়তা করবে।

 

উদ্দেশ্য

এর মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের সংসদীয় এলাকায় সবার জন্য সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারবেন, যেখানে কেউ পিছিয়ে থাকবে না ।

 

বিষয় ও সূচকসমূহ

সংসদীয় এলাকায় ডাটা ভিত্তিক কার্যকর উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিবীক্ষণের জন্য বর্তমানে ‘মাই কন্সটিটিউয়েন্সি’ বা ‘আমার সংসদীয় এলাকা’ ডাটা প্লাটফর্মটিতে ১০ টি থিমেটিক এরিয়ার অধীনে ৮৬ টি সূচক রয়েছে।